শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মেলানিয়া বলেন, পুতিনের সঙ্গে তাঁর “খোলা যোগাযোগের মাধ্যম” স্থাপিত হয়েছে এবং সেই যোগাযোগের ফলেই আটজন ইউক্রেনীয় শিশু সম্প্রতি তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
পুতিন বলেন, রাশিয়া ইসরাইলের সঙ্গে বিশ্বাসযোগ্য যোগাযোগ বজায় রেখেছে এবং ইসরাইলি নেতৃত্ব তাকে অনুরোধ করেছে এই বার্তাটি ইরানের কাছে পৌঁছে দিতে যে ইসরাইল আরও একটি সমঝোতার পক্ষে এবং কোনো ধরণের সংঘাতে যেতে চায় না।
পুতিন জানান, দুর্ঘটনার দিন সকালে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের জন্য দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার একটি বিমান থেকে কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি বিমানে আঘাত করেনি, তবে বিস্ফোরণের অভিঘাতের কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।